Header Ads

Header ADS

উপহার পেয়ে বাংলাদেশ দলকে ধন্যবাদ জানান আসিফ মাহমুদ।

পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ জিতে হ্যোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এমন জয়কে ঐতিহাসিক মানছেন সবাই। কারণ এর আগে প্রতিবারের দেখায় কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ। উল্টো বেশ কয়েকটি ম্যাচে ইনিংস ব্যবধানেও হেরেছে টাইগাররা। এবার দিন বদলেছে, বদলেছে বাংলাদেশের খেলার ধরণ। আর তাই সুফলও পেয়েছেন বাংলাদেশ। তাইতো পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করে ২-০ তে সিরিজ জিতে পাকিস্তানকে হ্যোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে টিম টাইগাররা। এমন জয়ে খুশী হয়েছেন দেশের ক্রিকেট সমর্থকদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

 

Criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
তাই এমনকে জয়কে সৃতিময় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে পুরুষ্কার দেয়ার ঘোষণা দেন। যার পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা। বৃহস্পতিবার পুরুষ্কারের ঘোষণা আসলেও আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি সভাপতি ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে কোটি টাকার এই চেক তুলে দেন। চেক পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ক্রিকেটারদের সাইন করা গ্লাসে মোড়ানো একটি ব্যাট উপহার দেন বাংলাদেশ ক্রিকেট দল। 

আরও পড়ুনঃ- পাকিস্তানকে হ্যোয়াইটওয়াশ করায় মোটা অঙ্কের বোনাস পাচ্ছে ক্রিকেটাররা

আর তাই এমন উপহার পেয়ে ধন্যবাদ জানাতে ভোলেননি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব। ভেরিফাই করা নিজের ফেসবুক পোস্টে ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘উপহারের জন্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পদে আসার পর একের পর এক রদবদল হতে দেখা গেছে বিসিবিতে। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের পদত্যাগে নতুনভাবে দায়িত্বে আসেন ফারুক আহমেদ। এরপর থেকে পাল্টে যেতে থাকে বাংলাদেশ ক্রিকেটের চিত্র। ফারুক আহমেদ দায়িত্বে আসার পরই প্রথমবারের মতো পাকিস্তানকে হ্যোয়াইটওয়াশ করে বাংলাদেশ। 

এমন জয় চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিলে উপরের দিকে অগ্রসর হয়েছে বাংলাদেশ। এই সিরিজ জয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিলে চার নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ। যদিও বিশ্রাম নেবার ফুরসৎ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। আগামীকাল দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত সফরে রওনা দেবে বাংলাদেশ। এই সিরিজের জন্য আলাদাভাবে জাতীয় দলকে শুভ কামনা জানিয়েছেন আসিফ মাহমুদ সজিব।

Blogger দ্বারা পরিচালিত.